টিউনিকেটা (Tunicata) হচ্ছে কর্ডাটা পর্বের একটি উপপর্ব। এ উপপর্বের প্রাণীদের বলা হয় টিউনিকেটস (Tunicates) (একবচনে- টিউনিকেট (Tunicate))। এ উপপর্বকে ইউরোকর্ডাটা (Urochordata) আর এর প্রাণীদের ইউরোকর্ডেটস (Urochorsates) (একবচনে- ইউরোকর্ডেট (Urochordate))নামেও ডাকা হয়।

টিউনিকেটস বা ইউরোকর্ডেটস’দের নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়-

  • লার্ভা (larva) ট্যাডপোল (tadpole) নামে পরিচিত। এদের ফুলকা-রন্ধ্র (gill-slits), পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ু-রজ্জু (nerve-cord) ও নটকর্ড (notochord) (কেবলমাত্র লেজে) বর্তমান।
  • প্রাপ্তবয়স্করা থলি সদৃশ এবং টিউনিসিন (Tunicin) নামক পদার্থ নির্মিত আচ্ছাদনে আবৃত যা টিউনিক (Tunic) নামে পরিচিত।
  • এদের করোটি (skull বা cranium), কশেরুকা (vertebra) এবং পদ (limb) অনুপস্থিত।

 
 
 

Tunicata:
Tunicata is a subphylum of the phylum Chordata. This group is also known as Urochordata. The word Urochordata is formed from Greek word “oura” means “tail” and Latin word “chorda” means “cord”.

Animals of the group are treated as Tunicates (singular- Tunicate). They are also known as Urochordates (singular- Urochorsate)

Following characteristics are found in Tunicates or Urochordates:

  • Larva is known as tadpole having gill-slits, hollow nerve-cord (found in dorsal side) and notochord (found in tail region).
  • Adult is sac-like and enclosed protective cover named tunic (which is made by tunicin).
  • They have no skull or cranium, vertebra and limb.


Visited 827 times, 1 visits today | Have any fisheries relevant question?
টিউনিকেটা

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply