Animals of the subphylum named Urochordata under the phylum Chordata are called as Urochordates (singular- Urochorsate). They are also known as Tunicates (singular- Tunicate). This subphylum is also known as tunicata.

Following characteristics are found in Urochordates or Tunicates:

  • Larva is known as tadpole having gill-slits, hollow nerve-cord (found in dorsal side) and notochord (found in tail region).
  • Adult is sac-like and enclosed protective cover named tunic (which is made by tunicin). The word Tunicata is developed from the word Tunic.
  • They have no skull or cranium, vertebra and limb.

 

 

ইউরোকর্ডেটস:
কর্ডাটা পর্বের অন্তর্গত ইউরোকর্ডাটা (Urochordata) উপপর্বের প্রাণীদের বলা হয় ইউরোকর্ডেটস (Urochorsates) (একবচনে- ইউরোকর্ডেট (Urochordate))। এ উপপর্বকে টিউনিকেটা (Tunicata) আর এর প্রাণীদের টিউনিকেটস (Tunicates) (একবচনে- টিউনিকেট (Tunicate)) নামেও ডাকা হয়।

ইউরোকর্ডেটস বা টিউনিকেটস’দের নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়-

  • লার্ভা (larva) ট্যাডপোল (tadpole) নামে পরিচিত। লার্ভা দশায় ফুলকা-রন্ধ্র (gill-slits), পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ু-রজ্জু (nerve-cord) ও নটকর্ড (notochord) (কেবলমাত্র লেজে) বর্তমান।
  • প্রাপ্তবয়স্করা থলি সদৃশ এবং টিউনিসিন (Tunicin) নামক পদার্থ নির্মিত আচ্ছাদনে আবৃত যা টিউনিক (Tunic) নামে পরিচিত। টিউনিক (Tunic) থেকেই টিউনিকেটা (Tunicata) নামটি এসেছে।
  • এদের করোটি (skull বা cranium), কশেরুকা (vertebra) এবং পদ (limb) অনুপস্থিত।


Visited 224 times, 1 visits today | Have any fisheries relevant question?
Urochordates

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply