Fry

ডিমপোনার কুসুম থলি (yolk-sac) নিঃশেষ হবার পর মাছ যখন সক্রিয়ভাবে খাদ্য গ্রহণ শুরু করে তখন তাকে Fry (পোনা) বলে। বয়স ও আকারের উপর ভিত্তি করে পোনাকে আবার রেণু পোনা, ধানী পোনা ও চারা পোনা বা আঙ্গুলী পোনা ইত্যাদি ভাগে ভাগ

Spawn

Noun (বিশেষ্য) হিসেবে: জলজ প্রাণী কর্তৃক জলজ পরিবেশে ত্যাগকৃত বা জমাকৃত ডিম্বাণু (ova, একবচনে ovum) বা শুক্রাণুকে (sperms, একবচনে sperm) Spawn (স্পন) বলে। Verb (ক্রিয়াপদ) হিসেবে: জলজ প্রাণী কর্তৃক জলজ পরিবেশে ডিম্বাণু (ova, একবচনে ovum) বা শুক্রাণু (sperms, একবচনে sperm)

Fingerlings

Fingerlings (আঙ্গুলী পোনা বা চারা পোনা) বলতে মানব আঙ্গুলের সমান আকার বিশিষ্ট মাছের পোনাকে বোঝায়। রুই জাতীয় মাছের ক্ষেত্রে ধানী পোনা পরবর্তী অবস্থা থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত আকারের পোনা Fingerlings (আঙ্গুলী পোনা) হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ দশায় পোনার পাখনা

Larval stage of fish

ডিম ফুটে বাচ্চা বের হওয়া থেকে শুরু করে কুসুম থলি নিঃশেষ হওয়া পর্যন্ত মাছের পোনার পর্যায়কে Larval stage of fish (ডিম পোনা দশা) বলে। এক কথায় কুসুম থলি বিশিষ্ট মাছের পোনাই দশাই হচ্ছে Larval stage of fish (ডিম পোনা দশা)।

Larval fish

ডিম ফুটে বাচ্চা বের হওয়া থেকে শুরু করে কুসুম থলি নিঃশেষ হওয়া পর্যন্ত মাছের পোনার পর্যায়কে Larval fish (ডিম পোনা) বলে। এক কথায় কুসুম থলি বিশিষ্ট মাছের পোনাই হচ্ছে Larval fish (ডিম পোনা)। Larval fish “Larval stage of fish”, “sac

Post larval fish

Post larval fish (Post larvae of fish, বাংলায় রেণু পোনা) বলতে ডিম হতে ফুটে বের হওয়ার পর প্রথম খাদ্য গ্রহণের পরবর্তী ৩-৫ দিন পর্যন্ত বয়সের মাছের পোনাকে বোঝায়। এ সময় পোনা পানিতে অবস্থিত খাবার গ্রহণ শুরু করে এবং বৃদ্ধি প্রাপ্ত

Spent Fish

Spent Fish (প্রজননত্তোর মাছ) বলতে এমন স্ত্রী বা পুরুষ মাছকে বোঝায় যেমাছ এইমাত্র ডিম্বাণু (ovum) বা শুক্রাণু (sperm) ত্যাগ করেছে। অন্য ভাষায় প্রজনন কাজে সদ্য ব্যবহৃত স্ত্রী ও পুরুষ মাছকে Spent Fish (প্রজননত্তোর মাছ) বলে।

Egg

সহজ কথায় Egg (ডিম বা ডিম্ব) বলতে প্রাণীর নিষিক্ত ডিম্বাণু তথা নিষিক্ত স্ত্রী প্রজনন কোষকে বোঝায় যেখানে ভ্রুণ বিকাশমান বা পরিস্ফুটনরত (developing) অবস্থায় থাকে। ডিম নিষিক্ত হওয়ায় এর ক্রোমোজম সংখ্যা ডিপ্লয়েড (Diploid) হয়ে থাকে। অর্থাৎ কোন একটি প্রজাতির দেহকোষে দুই

Sperms

সহজ ভাষায় Sperms (এববচনে Sperm এবং বাংলায় শুক্রাণু) হচ্ছে পুরুষ প্রজনন কোষ (পুরুষ জনন কোষ বা পুং জনন কোষ)। এই কোষ পুরুষ প্রাণীর শুক্রাশয় বা অণ্ডকোষে (testis, a male gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে

Ova

সহজ ভাষায় Ova (একবচনে Ovum, বাংলায় ডিম্বাণু) হচ্ছে স্ত্রী প্রজনন কোষ। এই কোষ স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে (ovary, a female gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম

Ovum

সহজ ভাষায় Ovum (বহুবচনে Ova, বাংলায় ডিম্বাণু) হচ্ছে স্ত্রী প্রজনন কোষ। এই কোষ স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে (ovary, a female gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম

Hatchling

ডিমপাড়া প্রাণীদের (যেমন – মাছ, উভচর, সরীসৃপ, পাখি, মনোট্রিমস (Monotremes) দলের স্তন্যপায়ী) ডিম ফুটে বের হওয়া সদ্যজাত বাচ্চাকে Hatchling (হ্যাচলিং) বলে। এসময় মাছের বাচ্চা তথা পোনার গলবিলীয় অঞ্চলের অঙ্কীয় দিকে কুসুম থলি উপস্থিত থাকায় এদেরকে ডিম পোনাও (Sac fry বা

Broods

প্রকৃতিতে (প্রাকৃতিক প্রজননের মাধ্যমে) অথবা হ্যাচরিতে বা ফার্মে (প্রণোদিত বা কৃত্রিম প্রজননের মাধ্যমে) এক দফায় উৎপাদিত শাবককে সম্মিলিতভাবে Broods (ব্রুডস) বলে। Broods একবচনে Brood (ব্রুড) হিসেবে ব্যবহৃত হয়। প্রজাতিভেদে শাবকের আলাদা আলাদা নাম দেখতে পাওয়া যায়। যেমন- মাছের শাবক পোনা,