প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিজ্ঞানসম্মত পাঠ ও আলোচনা করা হয় তাকে আচরণবিদ্যা (Ethology) বলে। অন্যভাবে বলা যায়, প্রাণীর আচরণ অধ্যয়নই হচ্ছে আচরণবিদ্যা।

Ethology শব্দটি গ্রিক শব্দ ethos (অর্থাৎ স্বভাব চরিত্র) এবং logos (অর্থাৎ জ্ঞান, গবেষণা) নিয়ে গঠিত।

সাধারণত প্রাকৃতিক তথা নিজস্ব পরিবেশে প্রাণীর আচরণ অধ্যয়ন করা হয়ে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে কৃত্রিম পরিবেশে প্রাণী কেমন আচরণ করে তাও অধ্যয়ন করা হয়।

 

 

Ethology:

Ethology is the branch of zoology that studies the animal behaviour. On the other hand, ethology means the scientific study of animal behavior.

The word Ethology formed from Greek word “ethos” that means “character” and “logos” means “knowledge”)

Animal behaviour is studied mainly in their natural habitats and some cases in laboratory or artificial condition.

 

 



Visited 429 times, 1 visits today | Have any fisheries relevant question?
আচরণবিদ্যা

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply