Mesoderm is one of three germ layers of triploblastic animal embryo, lying between the ectoderm and endoderm.

Gr. mesos means middle and derma means skin

The muscles, bones, cartilages, fibrous connective tissues, dermis, gonads, kidney, urinary ducts, cortex, spleen and whole of the cardiovascular and lymphatic systems are derived from mesoderm.

 

 

মেসোডার্ম:

ত্রিস্তর বিশিষ্ট প্রাণীদের ভ্রূণীয় তিনটি স্তরের মধ্যবর্তী স্তরকে মেসোডার্ম (Mesoderm) বলে। অন্য দুটি স্তরের মধ্যে বাহিরেরটি এক্টোডার্ম (Ectoderm) এবং ভেতরেরটি এন্ডোডার্ম (Endoderm)।

গ্রিক শব্দ mesos অর্থ মধ্য (middle) এবং derma অর্থ চামড়া (skin)।

ভ্রূণীয় এ স্তর থেকেই পরিণত প্রাণীর পেশী, হাড়, অস্থিমজ্জা, তন্তুময় যোজক কলা, ডার্মিস (dermis), গোনাড (gonads), বৃক্ক, ইউরিনারি ডাক্ট (urinary ducts), করটেক্স (cortex), প্লীহা এবং সম্পূর্ণ রক্ত সংবহনতন্ত্র ও লিম্ফতন্ত্র তৈরি হয়ে থাকে।

 

 

 



Visited 156 times, 1 visits today | Have any fisheries relevant question?
Mesoderm

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply