মেরুদণ্ডী প্রাণীদের ত্বক তথা চামড়ার এপিডার্মিস নামক বহিঃত্বকের নীচে অবস্থিত পুরু, নমনীয় ও স্থিতিস্থাপক কোষীয় স্তরটিই হচ্ছে অন্তত্বক [প্রচলিত বানান অন্তঃত্বক (Dermis বা Corium)] যা ভ্রূণীয় মেসোডার্ম (Mesoderm) থেকে উৎপত্তি লাভ করে এবং তন্তুময় যোজক কলা (Fibrous connective tissue) নির্মিত।

এ স্তরে রক্ত জালিকা (Blood capillaries), লিম্ফ নালিকা (Lymph vessel), স্নায়ু তন্তু (Nerve fibre), স্থিতিস্থাপক তন্তু (Elastic fibre), অনুভূতি অঙ্গ (Sense organ) ইত্যাদি পরিলক্ষিত হয়। এছাড়াও এ স্তরে সঞ্চিত খাদ্য হিসেবে চর্বি (Fat) দেখতে পাওয়া যায় যা এডিপোসাইট (Adipocyte) নামক কোষ এবং এডিপোস কলা টিস্যু (Adipose tissue) নামক কলা গঠন করে।

মেরুদণ্ডীদের বহিঃত্বক (এপিডার্মিস) থেকে উদ্ভূত বিভিন্ন ধরণের গ্রন্থি (যেমন- স্তন্যপায়ীদের তৈল গ্রন্থি (Sebaceous gland), স্বেদ বা ঘর্ম গ্রন্থি (Sweat gland), লোমের ফলিকল (Hair follicle) ইত্যাদি) প্রকৃতপক্ষে এপিডার্মিসের অংশ হলেও এদের মূল (Root) অন্তত্বকে অনুপ্রবেশ করে।

বেশিরভাগ মেরুদণ্ডীদের অন্তত্বকে অবস্থিত রঞ্জক কোষ (Pigment cell), মাছ ও উভচরের বিভিন্ন ধরণের আঁইশ, কোন কোন স্তন্যপায়ীদের (যেমন- আর্মাডিলো (Armadillos) ও তিমি) ওস্টিওডার্ম (Osteoderm) নামক ডার্মাল স্কেল তথা অস্থিময় প্লেট এ স্তর থেকেই উদ্ভূত।

 

Dermis:
Dermis [also called Corium (plural coria)] is the inner edge of the skin of vertebrates located just below of epidermis. It consists of mainly fibrous connective tissues which are thick, flexible and elastic and originated from embryonic mesoderm.

It is divided into two layers such as papillary dermis which is the superficial area adjacent to the epidermis and reticular dermis that is a deep thicker area located below of papillary dermis.

Blood capillaries, lymph vessel, nerve fibre, elastic fibre etc. are found in dermis. It also contains mechanoreceptors (one kind of sense organ) that provide the sense of touch and heat. More over adipocytes as well as adipose tissue are available here.

Different types of pigment cell of vertebrates, scale of fish and amphibians, osteoderm (one kind of bony plate or dermal scale) of Armadillos and Whales etc. are the main derivatives of dermis. More over root of hair follicle and different types of epidermal glands penetrates here.



Visited 157 times, 1 visits today | Have any fisheries relevant question?
অন্তত্বক

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply