নির্মল আনন্দ লাভের উদ্দেশ্যে মাছ ধরা বা শিকার করাই হচ্ছে বিনোদনমূলক মাছ শিকার (বিনোদনমূলক মাছ ধরাও বলা হয়)।

এটি হতে পারে কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে শৌখিন মাছ শিকার অথবা হতে পারে মাছ ধরার কোন প্রতিযোগিতায় বা খেলায় জয়লাভের মাধ্যমে আনন্দ প্রাপ্তি। এ উদ্দেশ্যে ধরা মাছ যেমন ব্যক্তিগত পরিসরে খাবার হিসেবে ব্যবহার যেতে পারে তেমনই ক্ষতি না করে পুনরায় পানিতে ছেড়ে দেয়া যেতে পারে।

তবে বিনোদনমূলক মাছ ধরার উদ্দেশ্য কোনভাবেই বাণিজ্যিক হতে পারবেনা অর্থাৎ এভাবে ধরা মাছ বা এর অংশবিশেষ বিক্রয় বা বিনিময় করা যাবেনা, করলে তা বাণিজ্যিক মাছ ধরা হিসেবে বিবেচিত হবে।

 

 

Recreational fishing:
Recreational fishing (also known “sport fishing”) is fishing by any means for pleasure as well as recreational purpose.

It may be at personal level (on amateur basis, not for survival) or fishing competition, sport and challenge level. It is differed from commercial fishing, because recreational fishing does not include sale, barter, or trade.

Recreational fishing or harvesting limited to use of certain gear types (mostly rod and reel) where fish can only be used for personal consumption or must be released uninjured condition and not sold, exchanged, or traded of all or part of all catches.



Visited 133 times, 1 visits today | Have any fisheries relevant question?
বিনোদনমূলক মাছ শিকার

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply