হৃদযন্ত্র

পাম্পের মাধ্যমে রক্ত সংবহনতন্ত্রের মধ্য দিয়ে প্রাণীর সারা দেহে রক্তপ্রবাহ নিশ্চিত করার পেশী নির্মিত অঙ্গই হচ্ছে হৃদযন্ত্র। এটি মূলত রক্তনালীর একটি বিশেষায়িত গঠন যা কমপক্ষে দুটি কপাটিকার মাধ্যমে রক্তকে পেছনের দিকে প্রবাহিত হতে বাঁধা দেয়।

>>>