আদর্শ ফুলকা একটি গিল আর্চের (Gill arch) ও এর সাথে দুই সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত হয়ে থাকে। তবে অনেক ফুলকা দুই সারির পরিবর্তে এক সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত হয়ে থাকে যাকে হেমিব্রাঞ্চ ফুলকা ((Hemibranch gill) ) বা ডেমিব্রাঞ্চ ফুলকা (Demibranch gill) বলে।
হেমিব্রাঞ্চ ফুলকা