Gill is a respiratory organ by which the aquatic animal can obtain dissolved  Oxygen (O2) from surrounding water and release Carbon dioxide (CO2) in aquatic environment.

Gills are the most efficient mechanisms for aquatic respiration. Four pairs of internal fills are found in bony fish like Carps and five-seven pairs are found in cartilaginous fish like Sharks. External gills are found in many invertebrates like Crabs, Prawn, Shrimps etc. and many vertebrates during larval/aquatic stage such as most of Amphibians.

 

 

 

ফুলকা:

যে অঙ্গের মাধ্যমে জলজ প্রাণীরা নিজেদের চারপাশের জলস্থ দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে আর কোষস্থ কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে তাকে ফুলকা বলে।

  • জলজ শ্বসনের জন্য ফুলকাই প্রধান শ্বসনাঙ্গ।
  • রুই মত অস্থি বিশিষ্ট মাছে চার জোড়া ফুলকা দেখতে পাওয়া যায়।
  • অন্যদিকে হাঙ্গরের মত কোমলাস্থি বিশিষ্ট মাছে ৫-৭ জোড়া ফুলকা দেখতে পাওয়া যায়।
  • বহিস্থ ফুলকা দেখতে পাওয়া যায় কাঁকড়া, চিংড়িসহ বেশকিছু অমেরুদণ্ডী প্রাণীতে।
  • মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ব্যাঙের মত অনেক উভচরের লার্ভা দশায় বহিঃফুলকা দেখতে পাওয়া যায়।

 

 

External info with references:

  • A gill is a respiratory organ found in many aquatic organisms that extracts dissolved oxygen from water, afterward excreting carbon dioxide. [http://en.wikipedia.org/wiki/Gill]
  • The respiratory organ of most aquatic animals that breathe water to obtain oxygen, consisting of a filamentous structure of vascular membranes across which dissolved gases are exchanged. [http://www.answers.com/topic/gill]
  • The respiratory organ of most aquatic animals that breathe water to obtain oxygen, consisting of a filamentous structure of vascular membranes across which dissolved gases are exchanged. [http://www.thefreedictionary.com/gill]


Visited 157 times, 1 visits today | Have any fisheries relevant question?
Gill

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply