অ্যাক্রানিয়া (Acrania) বা অ্যাক্রানিয়াটা (Acraniata) হল কর্ডাটা পর্বের অন্তর্গত একটি প্রাণিদল যাদের করোটি, মস্তক, মস্তিষ্ক, মেরুদণ্ড ও চোয়াল অনুপস্থিত কিন্তু নটোকর্ড বর্তমান।
- এদের সকলেই সামুদ্রিক, আকারে ছোট এবং কর্ডাটা পর্বের অনুন্নত প্রাণী।
- এদেরকে তিনটি উপদলে ভাগ করা হয়ে থাকে যথা- হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা
- প্রায় ২০০০ প্রজাতি তালিকা ভুক্ত করা সম্ভব হয়েছে। উদাহরণ- Balanoglossus, Ciona, Branchiostoma ইত্যাদি।
- গ্রিক শব্দ A অর্থ অনুপস্থিত এবং Kranion অর্থ মস্তক।
- অ্যাক্রানিয়াটা হল অ্যাক্রানিয়া এর প্রতিশব্দ অর্থাৎ সমার্থক শব্দ।
Acrania:
Acrania or Acraniata is a group of chordates which have no skull or cranium, head, brain, vertebral column and jaws but have notochord.
- All are marine, small in size and treated as lower or primitive chordates.
- This group is divided into three subgroups, such as- Hemichordata, Urochordata and Cephalochordata.
- About 2,000 species are recorded. eg. Balanoglossus, Ciona, Branchiostoma
- Gr. word A means Absent and Kranion means Head
- Acraniata is a synonym of acrania
অ্যাক্রানিয়া