হেমিব্রাঞ্চ ফুলকা

আদর্শ ফুলকা একটি গিল আর্চের (Gill arch) ও এর সাথে দুই সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত হয়ে থাকে। তবে অনেক ফুলকা দুই সারির পরিবর্তে এক সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত হয়ে থাকে যাকে হেমিব্রাঞ্চ

হলোব্রাঞ্চ ফুলকা

আদর্শ ফুলকা একটি গিল আর্চের (Gill arch) ও এর সাথে দুই সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত যা জলীয় পরিবেশে শ্বসনকার্য সম্পাদন করতে সক্ষম। এধরনের ফুলকা হলোব্রাঞ্চ ফুলকা (Holobranch gill) হিসেবে পরিচিত। অন্যদিকে গিল আর্চের (Gill arch) এর

স্নায়ুরজ্জু

স্নায়ুরজ্জু (Nerve cord) কর্ডেটদের ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত পৃষ্ঠদেশের লম্বা অক্ষ বরাবর বিস্তৃত ফাঁপা নালীর মত গঠন যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যতম অংশ। করোটিধারী কর্ডেটের দেহের সম্মুখদিকে অবস্থিত স্নায়ু-রজ্জুর অগ্র প্রান্ত মস্তিষ্কে রূপান্তরিত হয়।

সরীসৃপ

আঁইশ (Scale) বা স্কিউট (Scute) দ্বারা আবৃত শুষ্ক ও শৃঙ্গায়িত (Horny) ত্বক এবং নখযুক্ত পাঁচ আঙ্গুল বিশিষ্ট চতুষ্পদী শীতল রক্ত বিশিষ্ট একদল প্রাণী যারা বুকের উপর ভর দিয়ে চলে (ইংরেজি Crawling এবং ল্যাটিন Reptilis) এবং স্থলে ডিম পাড়ে সেই প্রাণীদলকে

সংবেদন

ইন্দ্রিয় কর্তৃক উদ্দীপক গৃহীত হবার পরপরই উদ্দীপনাটি সংবেদী বা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছার সাথে সাথে যে অনুভূতির সৃষ্টি হয় তাই সংবেদন (Sensation)। সম্পূর্ন প্রক্রিয়াটি দ্রুত ও একযোগে ঘটে বলে উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে আসা মাত্রই অনুভূতির সৃষ্টি হয় বা সংবেদন

সহজাত আচরণ

শিক্ষা বা অভিজ্ঞতা ছাড়াই একটি প্রজাতির সকল সকল সদস্য বিশেষ উদ্দেশ্য পূরণের লক্ষে বংশ পরস্পরায় যেসব সুনির্দিষ্ট আচরণ একইভাবে প্রদর্শন করে তাকে সহজাত আচরণ (Instinct or innate behavior or Instinctive behavour) বলে। এই আচরণ বংশগত তথা জিন নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট,

শিক্ষণ আচরণ

পূর্ব অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে নতুন নতুন বিষয় আয়ত্ত করার প্রেক্ষিতে প্রাণী কর্তৃক প্রকাশিত আচরণকে শিক্ষণ আচরণ (Learned behavour) বলে। এই আচরণ সুনির্দিষ্ট নয়, একই প্রজাতির সকল সদস্য এ আচরণ একইভাবে প্রদর্শন করে না, বংশগত তথা জিন নিয়ন্ত্রিত নয় বিধায়

চুল

চুল (Hair) হচ্ছে ত্বকের এপিডার্মিস (Epidermis) স্তর হতে উৎপন্ন কেরাটিন (Keratin) যুক্ত লম্বা কোষ নির্মিত দণ্ডাকার গঠন বিশেষ যা স্তন্যপায়ীদের অন্যতম সনাক্তকারী বৈশিষ্ট্য। ব্যতিক্রম ব্যতীত স্তন্যপায়ীদের দেহ লোম দ্বারা আবৃত থাকে। প্রজাতিভেদে লোমের উপস্থিতির ঘনত্ব কম-বেশী হতে পারে। যেমন- গরু,

লোম

লোম (Hair) হচ্ছে ত্বকের এপিডার্মিস (Epidermis) স্তর হতে উৎপন্ন কেরাটিন (Keratin) যুক্ত লম্বা কোষ নির্মিত দণ্ডাকার গঠন বিশেষ যা স্তন্যপায়ীদের অন্যতম সনাক্তকারী বৈশিষ্ট্য। ব্যতিক্রম ব্যতীত স্তন্যপায়ীদের দেহ লোম দ্বারা আবৃত থাকে। প্রজাতিভেদে লোমের উপস্থিতির ঘনত্ব কম-বেশী হতে পারে। যেমন- গরু,

মেরুদণ্ডী

যাদের দেহের পৃষ্ঠদেশ বরাবর একাধিক কশেরুকা নির্মিত মেরুদণ্ড রয়েছে তাদের দলকে মেরুদণ্ডী (Vertebrata) বলে। মেরুদণ্ডী (Vertebrata) দলটি প্রাণী শ্রেণীবিন্যাসবিদ্যায় উপপর্বের (Sub phylum) মর্যদা পেয়ে থাকে। এই দলভূক্ত প্রাণীদের মেরুদণ্ডী প্রাণী (কোন একক প্রাণীকে Vertebrate আর সকল প্রাণীকে Vertebrates) বলে। যেমন-

মেরুদণ্ডী প্রাণী

যাদের দেহের পৃষ্ঠদেশ বরাবর একাধিক কশেরুকা নির্মিত মেরুদণ্ড রয়েছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী (মেরুদণ্ডী প্রানীর কোন একক প্রজাতিকে Vertebrate আর সকল প্রজাতিকে সম্মিলিতভাবে Vertebrates) বলে। যেমন- মাছ, ব্যাঙ, কুমির, কচ্ছপ, পাখি, মানুষ প্রভৃতি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। অন্যদিকে মেরুদণ্ডীর প্রাণীর দলকে মেরুদণ্ডী

মাৎস্যবিজ্ঞান

জীববিজ্ঞানের যে ফলিত শাখায় মাছ ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন অন্যান্য জলজ প্রাণীর জীবতত্ত্ব, বাস্তুতন্ত্র, আহরণ, চাষ, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়াদি নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা (পাঠ ও গবেষণা) করা হয় তাকে মাৎস্যবিজ্ঞান (Fisheries Science বা Fisheries) বলে। মাৎস্যবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান নামেও পরচিত।

মৎস্যবিজ্ঞান

জীববিজ্ঞানের যে ফলিত শাখায় মাছ ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন অন্যান্য জলজ প্রাণীর জীবতত্ত্ব, বাস্তুতন্ত্র, আহরণ, চাষ, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়াদি নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা (পাঠ ও গবেষণা) করা হয় তাকে মৎস্যবিজ্ঞান (Fisheries Science বা Fisheries) বলে। মৎস্যবিজ্ঞান মাৎস্যবিজ্ঞান নামেও পরচিত।