অস্থিধারী মাছের গলবিলীয় অঞ্চলে দেহের উভয় পাশে অস্থি নির্মিত একজোড়া গঠন দেখতে পাওয়া যায় যাকে operculum বলে। এটি অপারকল (opercle), প্রিঅপারকল (preopercle), ইন্টারঅপারকল (interopercle) ও সাবঅপারকল (subopercle) নামক চারটি অস্থি নিয়ে গঠিত। অস্থিধারী মাছে প্রতিটি ফুলকার বিপরীতে একটি করে ফুলকাছিদ্র থাকার পরিবর্তে উপস্থিত চার জোড়া ফুলকার বিপরীতে একজোড়া প্রশস্ত ছিদ্র দেখতে পাওয়া যায় যা বাহিরের পরিবেশের সাথে ফুলকার সংযোগ রক্ষা করে থাকে। এটি এই প্রশস্ত ছিদ্রের ঢাকনা হিসেবে কাজ করে। এর সাহায্যে প্রশস্ত ছিদ্রদ্বয় বন্ধ বা উন্মুক্ত হতে পারে।

বাংলা: কানকো



Visited 400 times, 1 visits today | Have any fisheries relevant question?
Operculum

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply