Chordata is the animal phylum that consists of chordates unique characterized by a notochord, pharyngeal gill slits and hollow dorsal nerve cord during some life stages of development or lifespan.

Also chordates are showing some important characteristics, such as- bilaterally symmetrical body, triploblastic embryo, internal metamerism, true coelome etc.

Taxonomically, the phylum chordata includes three subphyla (subphylums) such as urochordata (also known tunicata), including salps and sea squirts; cephalochordata including lancelets; and vertebrata, comprising fishes, amphibians, reptiles, birds and mammals.

Now a day, there are more than 75,000 recorded living species of the phylum chordates, about half of which are bony fish of the class osteichthyes. The world’s largest animal, the blue whales; most developed animal the human beings etc. are chordates.

 

কর্ডাটা (Chordata):
কর্ডেটসদের (chordates) নিয়ে গঠিত প্রাণীদল তথা প্রাণী পর্বই হচ্ছে কর্ডাটা (chordata)। কর্ডাটা পর্বের প্রাণীদের সারাজীবন বা জীবনের কোন না কোন পর্যায়ে নটকর্ড (notochord), গলবিলের ফুলকা-ছিদ্র (pharyngeal gill slits) ও পৃষ্ঠদেশস্থ ফাঁপা স্নায়ু-রজ্জু (hollow dorsal nerve cord) দেখতে পাওয়া যায়।

এ পর্বের প্রাণীদের উল্লেখিত মৌলিক বৈশিষ্ট্য ছাড়াও আরও যেসব বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম (bilaterally symmetrical), এদের ভ্রূণীয় কোষে তিনটি স্তর বিদ্যমান (triploblastic embryo), অভ্যন্তরীণ খণ্ডায়ন বা খণ্ডকায়ন (internal metamerism) উপস্থিত এবং প্রকৃত সিলোম (true coelome) বর্তমান।

শ্রেণিতাত্ত্বিক (taxonomic) দৃষ্টিকোণ থেকে কর্ডাটা পর্ব তিনটি উপপর্বে বিভক্ত। যথা- ইউরোকর্ডাটা (urochordata) যার অন্তর্ভুক্ত প্রাণী – সাল্পস (salps), সাগর স্কোয়ার্টস (sea squirts) ইত্যাদি; সেফালোকর্ডাটা (cephalochordata) যার অন্তর্ভুক্ত প্রাণী – লানসিলেটস (lancelets); এবং মেরুদণ্ডী (vertebrata) যার অন্তর্ভুক্ত প্রাণী – মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী ইত্যাদি।

বর্তমানে নথিভুক্ত পঁচাত্তর হাজারেরও বেশী জীবিত প্রজাতি রয়েছে যারা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এর অর্ধেকই অস্থিময় আধুনিক মাছ যারা অস্টিকথিস (osteichthyes) শ্রেণীর অন্তর্ভুক্ত। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, সবচেয়ে উন্নত প্রাণী মানুষ এ পর্বের অন্তর্ভুক্ত।



Visited 140 times, 1 visits today | Have any fisheries relevant question?
Chordata

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply