স্নায়ু (Neurone or Neuron) বা স্নায়ুকোষ (Nerve cell) হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক যা একটি কোষদেহ (Cell body) এবং এক্সোন (Axon) ও ডেনড্রাইট (Dendrite) নামক স্নায়ুতন্তু (fibres or process) নিয়ে গঠিত।

স্নায়ুকোষদেহে নিউক্লিয়াস উপস্থিত এবং স্নায়ুতন্তু এর শেষ প্রান্ত শাখা-প্রশাখা বিশিষ্ট।

এক্সোন স্নায়ুস্পন্দন (Nerve impulse) স্নায়ুকোষদেহ থেকে অন্যান্য স্নায়ুকোষে বা অঙ্গে যেমন পেশীতে নিয়ে যায়। অন্যদিকে ডেনড্রাইট স্নায়ুস্পদন অন্যান্য স্নায়ুকোষ বা অঙ্গ থেকে স্নায়ুকোষদেহের দিকে নিয়ে আসে।

 

 

Neurone:

Neurone is a nerve cell body with its axons and dendrites, the fundamental unite of nervous system. Also spelled Neuron and called Nerve cell.

It is the developmental, structural and functional unit of nervous system and compiled of nerve cell body, containing nucleus and fibres or process named axon and dendrite.

Axon carries nerve impulse away from cell body to other nerve cell or organ such as muscle. On the other hand, dendrite carries unidirectional nerve impulse to the cell body.

 

 

 

 



Visited 365 times, 1 visits today | Have any fisheries relevant question?
স্নায়ু

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply