প্রকৃতিতে (প্রাকৃতিক প্রজননের মাধ্যমে) অথবা হ্যাচরিতে বা ফার্মে (প্রণোদিত বা কৃত্রিম প্রজননের মাধ্যমে) এক দফায় উৎপাদিত শাবককে সম্মিলিতভাবে ব্রুডস (Broods) বলে।
ব্রুডস (Broods) একবচনে ব্রুড (Brood) হিসেবে ব্যবহৃত হয়। প্রজাতিভেদে শাবকের আলাদা আলাদা নাম দেখতে পাওয়া যায়। যেমন- মাছের শাবক পোনা, পাখির শাবক ছানা, গরুর শাবক বাছুর ইত্যাদি আলাদা আলাদা নামে পরিচিত।
ব্রুডস