বৃক্ক (kidney) মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ যা বহুসংখ্যক মালপিজিয়ান অঙ্গ (malpighian bodies) নিয়ে গঠিত। প্রতিটি মালপিজিয়ান অঙ্গ গ্লোমেরুলাস (glomerulus) নামক পেঁচানো রক্তনালী নিয়ে গঠিত যা ফানেলাকৃতির ক্যাপসুলের মধ্যে সন্নিবিষ্ট অবস্থায় থাকে।

অমেরুদণ্ডী প্রাণীতে যেসব অঙ্গ বৃক্কের ন্যায় কাজ করে তাদেরকেও বৃক্ক বলা হয়ে থাকে যদিও তাদের গঠন মেরুদণ্ডী প্রাণীর বৃক্কের মত নয়।

অধিকাংশ মাছের এবং উভচরের  বৃক্ক মেসোনেফ্রোস (mesonephros) ধরণের যা মেসোনেফ্রিক (mesonephric kidney) বৃক্ক নামে পরিচিত।

 

 

kidney:

The main excretory organ of vertebrates consists of large number of malpighian bodies each consisting of a glomerulus (minute coiled blood vessel, invested by a funnel-shaped capsule) or an organ of like function in invertebrates.

In invertebrates, kidney means an organ that’s function like as kidney

In most fishes and amphibians, mesonephros (mesonephric kidney) remaining as the functional kidney.

 

 

 



Visited 544 times, 1 visits today | Have any fisheries relevant question?
বৃক্ক

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply