পৃষ্ঠদেশ (dorsal side) বলতে সাধারণত প্রাণীর পিঠের বা উপরের দিকের নিকটবর্তী অংশকে বোঝায়। চলার সময় মাছের দেহের এ প্রান্তটি সর্বদাই জলাশয়ের তলদেশের বিপরীত দিকে অবস্থান করে থাকে।

  • পৃষ্ঠদেশ পেট, উদর বা অঙ্কীয় প্রান্তের বিপরীতে অবস্থান করে।
  • সকল মেরুদণ্ডীর মেরুদণ্ড পৃষ্ঠদেশের নিকটবর্তী অংশে অবস্থিত।
  • মাছের পৃষ্ঠদেশে এক বা একাধিক পাখনা দেখতে পাওয়া যায় যা পৃষ্ঠ-পাখনা নামে পরিচিত।

 

 

Dorsal side:

Generally dorsal means near the back or upper part of an animal. In fishes, dorsal part always stays in the opposite side of bottom/floor of water-bodies during locomotion.

  • It is an opposite end of belly, abdomen or ventral.
  • In most vertebrates, vertebral column is situated near the dorsal.
  • In fishes, one or more fins are found in dorsal end named dorsal fin.

 



Visited 1,208 times, 1 visits today | Have any fisheries relevant question?
পৃষ্ঠদেশ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply