পলিপ্লয়েড বলতে বোঝায় দুইয়ের অধিক সেট (set) ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমে গঠিত দুইয়ের অধিক সেট উপস্থিত এমন।

একটি কোষের নিউক্লিয়াস দুইয়ের অধিক সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে পলিপ্লয়েড কোষ বলে। একই ভাবে কোন জীবের অধিকাংশ কোষের নিউক্লিয়াস দুইয়ের অধিক সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে পলিপ্লয়েড জীব বলা হয়।

কত সেট (set) ক্রোমোজোম রয়েছে তার উপর ভিত্তি করে একে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা-

  • ট্রিপ্লয়েড:
    ট্রিপ্লয়েড বলতে বোঝায় তিন সেট (set) ক্রোমোজোম (3x) বিশিষ্ট। অর্থাৎ দেহকোষে মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমের তিন সেট ক্রোমোজোম (3x) উপস্থিত এমন। এদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, n = 3x/2।
    উদাহরণ: বিচি-বিহীন তরমুজ, বন্ধ্যা গ্রাস কার্প।
  • টেট্রাপ্লয়েড:
    টেট্রাপ্লয়েড বলতে বোঝায় চার সেট (set) ক্রোমোজোম (4x) বিশিষ্ট। অর্থাৎ দেহকোষে মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমের চার সেট ক্রোমোজোম (4x ) উপস্থিত এমন। এদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, n = 4x/2।
    উদাহরণ: Salmonidae গোত্রের মাছ, the cotton Gossypium hirsutum
  • পেন্টাপ্লয়েড:
    পেন্টাপ্লয়েড বলতে বোঝায় পাঁচ সেট (set) ক্রোমোজোম (5x) বিশিষ্ট। অর্থাৎ দেহকোষে মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমের পাঁচ সেট ক্রোমোজোম (5x) উপস্থিত এমন। এদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, n = 5x/2।
    উদাহরণ: দ্রুত বর্ধনশীল গাছ Kenai Birch (Betula papyrifera var. kenaica)
  • হেক্সাপ্লয়েড:
    হেক্সাপ্লয়েড বলতে বোঝায় ছয় সেট (set) ক্রোমোজোম (6x) বিশিষ্ট। অর্থাৎ দেহকোষে মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমের ছয় সেট ক্রোমোজোম (6x) উপস্থিত এমন। এদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, n = 6x/2।
    উদাহরণ: গম, জামজাতীয় ফল kiwifruit
  • অক্টাপ্লয়েড:
    অক্টাপ্লয়েড বলতে বোঝায় আট সেট (set) ক্রোমোজোম (8x) বিশিষ্ট। অর্থাৎ দেহকোষে মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমের আট সেট ক্রোমোজোম (8x) উপস্থিত এমন। এদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, n = 8x/2।
    উদাহরণ: স্টার্জন (sturgeon) মাছের একটি গণ যথা- Acipenser, ডালিয়া ফুল
  • ডেকাপ্লয়েড:
    ডেকাপ্লয়েড বলতে বোঝায় দশ সেট (set) ক্রোমোজোম (10x) বিশিষ্ট। অর্থাৎ দেহকোষে মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমের দশ সেট ক্রোমোজোম (10x) উপস্থিত এমন। এদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, n = 10x/2।
    উদাহরণ: কোন কোন স্ট্রবেরি

এখানে, x = এক সেট মূল (basic) বা অনন্য (unique) ক্রোমোজোম। অন্যদিকে n = জনন কোষের মোট ক্রোমোজোম সংখ্যা বা দেহকোষের মোট ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। তাই ডিপ্লয়েড প্রাণীদের ক্ষেত্রে n ও x সমান হয়ে থাকলেও পলিপ্লয়েড প্রাণীদের ক্ষেত্রে তা আলাদা হয়ে থাকে।

 

Polyploid means containing more than two sets of basic or unique chromosomes.

Polyploid types are divided according to the number of chromosome sets in the nucleus biological cell. Such as-

  • Triploid:
    Having three sets of chromosome (3x) in somatic cell. Gamete bears 3x/2 number of chromosomes, that means n=3x/2.
    Example- seedless watermelons, common in the phylum Tardigrada
  • Tetraploid:
    Having four sets of chromosome (4x) in somatic cell. Gamete bears 4x/2 number of chromosomes, that means n=4x/2.
    Example- Salmonidae fish, the cotton Gossypium hirsutum
  • Pentaploid:
    Having five sets of chromosome (5x) in somatic cell. Gamete bears 5x/2 number of chromosomes, that means n=5x/2.
    Example- Kenai Birch (Betula papyrifera var. kenaica)
  • Hexaploid:
    Having six sets of chromosome (6x) in somatic cell. Gamete bears 6x/2 number of chromosomes, that means n=6x/2.
    Example- wheat, kiwifruit
  • Octaploid:
    Having eight sets of chromosome (8x) in somatic cell. Gamete bears 8x/2 number of chromosomes that means n=8x/2.
    Example- Acipenser (genus of sturgeon fish), dahlias
  • Decaploid:
    Having ten sets of chromosome (10x) in somatic cell. Gamete bears 8x/2 number of chromosomes, that means n=10x/2.
    Example- certain strawberries

Here, x = a set of basic or unique chromosomes. On the other hand, n = half number of chromosomes of somatic cell or total number of chromosomes of gamete.

 



Visited 3,581 times, 1 visits today | Have any fisheries relevant question?
পলিপ্লয়েড

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply