ডিমপোনার কুসুম থলি (yolk-sac) নিঃশেষ হবার পর মাছ যখন সক্রিয়ভাবে খাদ্য গ্রহণ শুরু করে তখন তাকে পোনা (Fry) বলে।
বয়স ও আকারের উপর ভিত্তি করে পোনাকে আবার রেণু পোনা, ধানী পোনা ও চারা পোনা বা আঙ্গুলী পোনা ইত্যাদি ভাগে ভাগ করা হয়ে থাকে।
মৎস্য হ্যাচারি আইন, ২০১০ অনুসারে ‘পোনা’ অর্থ দেশীয় প্রজাতির ছোট মাছ ব্যতীত অন্যান্য মাছের রেণুর পরবর্তী অবস্থা হইতে ১২ সেন্টিমিটার পর্যন্ত ছোট মাছ।
পোনা