কোনাঘরজাল (Large Lift Net) (খড়াজাল, ভেসালজাল নামেও পরিচিত) এক প্রকারের আয়তাকার জাল যা কৌণিকভাবে আটকানো দুটি বাঁশ নির্মিত অবকাঠামোর মাধ্যমে ব্যবহৃত হয়ে থাকে। বাঁশের অবকাঠামোটি বাঁশের খুঁটির সাথে উভয়পাশে এমনভাবে লাগানো থাকে যাতে জালসহ অবকাঠামোটি পানিতে নামানো ও তোলা যায়। এটি একটি স্থায়ীভাবে বসানো জাল। সাধারণত নদী বা
জলাশয়ে যেখানে মৃদু থেকে মাঝারি স্রোত রয়েছে এমন স্থানে স্থায়ীভাবে বসানো হয়ে থাকে।
জালের আয়তন সাধারণত দৈর্ঘ্যে ৩০-৫০ ফুট ও প্রস্থে ১৫-২৫ ফুট হয়ে থাকে। এই জালের মেসের (Mesh size) আকার ৫-১০ সেমি।
এই জালে প্রধাণত পুঁটি, টেংরা, ময়া, চাপিলা, চান্দা, খলিশা, গুচি, কাচকি ইত্যাদি ছোটমাছ ধলা পড়ে।

দূর থেক দৃষ্ট একটি কোনাঘরজাল

কাছে থেকে দৃষ্ট একটি কোনাঘরজাল
Leave a Reply
You must be logged in to post a comment.