মাছে উপস্থিত এক বা একাধিক সংখ্যক পাখনা যারা হুবহু একই রকম নয় তাদের বিজোড় পাখনা (বেজোড় পাখনা নামেও পরিচিত) বলা হয়ে থাকে। যেমন- পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা ইত্যাদি। অনেক মাছে দুটি অর্থাৎ এক জোড়া পৃষ্ঠ পাখনা থাকে কিন্তু সেগুলো হুবহু একই রকমের নয় বলে সেগুলো জোড় পাখনার পরিবর্তে বিজোড় পাখনার অন্তর্ভুক্ত। বিজোড় পাখনা দেহের মাঝ বরাবর অবস্থান করায় এগুলো মধ্যগ পাখনা (median fin) নামেও পরিচিত।

বাংলা: বিজোড় পাখনা, বেজোড় পাখনা



Visited 106 times, 1 visits today | Have any fisheries relevant question?
Unpaired fin

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply