Sound is a vibration which is produced by any vibrating elements and transmitted in the form of waves through some medium such as gases (like air), liquids (like water, oil etc.) or solids (like metal, plastic, wood etc.) and received by mainly the ear of vertebrates.
Animals specially vertebrates can not detect all frequencies of vibration. Such as, human can detect the frequency of vibration a range of about 20 Hz to 20 kHz. According to Fay (1988) and Warfield (1973), the approximate hear range of some aquatic species is given at this point: Beluga Whale 1 kHz – 123 kHz, Porpoise 75 Hz – 150 kHz, Goldfish 20 Hz – 3 kHz, Catfish 50 Hz – 4 kHz, Tuna 50 Hz – 1.1 kHz (here, Hz = hertz and kHz = kilohertz; hertz is equivalent to cycles per second that means 1 wave per second is 1 hertz, 1 thousand waves per second is 1 kHz).
Invertebrates do not hear in the same way vertebrates do, some of them (such as crab) are able to detect sound wave (vibration) by special sensory organ named chordotonal organs (a kind of internal mechanoreceptors).
শব্দ:
শব্দ হচ্ছে এক প্রকার কম্পাঙ্ক যা কোন কম্পমান উপকরণ থেকে উৎপন্ন হয়ে তরঙ্গ আকারে কোন না কোন মাধ্যমের (যেমন- গ্যাস (বাতাস), তরল (পানি, তেল ইত্যাদি) অথবা কঠিন পদার্থ (ধাতব পদার্থ, প্লাস্টিক, কাঠ ইত্যাদি) মধ্য দিয়ে পরিবাহিত হয় এবং মূলত মেরুদণ্ডীদের কর্ণ দ্বারা গৃহীত হয়।
অমেরুদণ্ডীদের কোন কোন প্রজাতির প্রাণীদের শব্দ সনাক্ত করার সক্ষমতা রয়েছে তবে তার কর্মপ্রক্রিয়া মেরুদণ্ডীদের থেকে আলাদা। যেমন কাঁকড়ার কর্ডোটনাল অঙ্গ (chordotonal organs) নামক বিশেষায়িত ইন্দ্রিয় বর্তমান যা শব্দ সনাক্ত করতে সক্ষম।
প্রাণীদের বিশেষত মেরুদণ্ডীদের শব্দের কম্পাঙ্ক শনাক্তকরণের তথা শ্রবণের সক্ষমতা একই রকম নয়। যেমন মানুষ কেবলমাত্র ২০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। উদাহরণ হিসেবে আরও বলা যায়: বেলুগা তিমি ১ কিলোহার্টজ থেকে ১২৩ কিলোহার্টজ , পর্পোইস (ডলফিনের মত প্রাণী) ৭৫ হার্টজ থেকে ১৫০ কিলোহার্টজ, গোল্ডফিস ২০ হার্টজ থেকে ৩ কিলোহার্টজ, ক্যাটফিস ৫০ হার্টজ থেকে ৪ কিলোহার্টজ এবং টুনা ৫০ হার্টজ থেকে ১.১ কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে সক্ষম। (প্রতি সেকেন্ডে কম্পাঙ্কের একটি তরঙ্গ বিদ্যমান থাকলে তাকে এক হার্টজ বলে, তেমনিভাবে প্রতি সেকেন্ডে কম্পাঙ্কের একহাজার তরঙ্গ বর্তমান থাকলে তাকে এক কিলোহার্টজ বলা হয়)
Reference:
- Fay RR. 1988. Hearing in Vertebrates: a Psychophysics Databook. Hill-Fay Associates, Winnetka IL. 621pp.
- Warfield D. 1973. The study of hearing in animals. In: Gay W, ed., Methods of Animal Experimentation, IV. Academic Press, London, pp 43-143.