Segmentation (also known metamerism) is the arrangement of fundamentally similar (more or less) body segments (metameres) along the longitudinal axis of an animal.

Mainly two types: External segmentation(body segmentation occurs externally) and internal segmentation (body segmentation occurs only internally).

Both external and internal segmentation is found in annelids such as earth worm. On the other hand, only external segmentation is occurred arthropods such as prawn. Whereas only internal segmentation is found in chordates such as fish. No segmentation is shown in mollusk (such as pila), echinoderms (such as starfish) etc.

 

খণ্ডায়ন:
অনুদৈর্ঘ্য বরাবর প্রাণীদেহের একই রকম খণ্ডাংশ নিয়ে গঠিত হবার বিষয়টিই হচ্ছে খণ্ডায়ন (খণ্ডকায়ন হিসেবেও পরিচিত)।

খণ্ডায়ন বাহ্যিকভাবে দৃশ্যমান হলে তাকে বাহ্যিক খণ্ডায়ন (External metamerism) বলে। যেমন- কেঁচো, আরশোলাতে বাহ্যিক খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। অন্যদিকে মেরুদণ্ডীদের খণ্ডায়ন কেবলমাত্র কশেরুকা (Vertebrae) আর স্নায়ু গ্যাংগ্লিয়াতে (Nerve ganglia) উপস্থিত যা প্রাণীদেহে বাহ্যিকভাবে দৃশ্যমান নয় তাই এজাতীয় খণ্ডায়ন অভ্যন্তরীণ খণ্ডায়ন (Internal metamerism) হিসেবে বিবেচিত।

উদাহরণ: প্রাণীরাজ্যে মাত্র চারটি পর্বে খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। যথা- প্ল্যাটিহেলমিনথিস (Platyhelminthes), এ্যানিলিডা (Annelida), আর্থ্রোপোডা (Arthropoda) ও কর্ডাটা (Chordata)। অ্যানিলিডা পর্বের প্রাণী যেমন- কেঁচোতে দুই ধরনের (বাহ্যিক ও অভ্যন্তরীণ) খণ্ডায়নই দেখতে পাওয়া যায়। আর্থ্রোপোডা পর্বের প্রাণী যেমন- আরশোলা, চিংড়ি ইত্যাদিতে কেবলমাত্র বাহ্যিক খণ্ডায়ন দেখেতে পাওয়া যায়। মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ, মানুষ ইত্যাদিতে কেবলমাত্র অভ্যন্তরীণ খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। মোলাস্কা ও একাইনোডার্মাটা পর্বের প্রাণী যেমন যথাক্রমে শামুক ও তারামাছে কোন ধরনের খণ্ডায়নই দেখতে পাওয়া যায় না।



Visited 170 times, 1 visits today | Have any fisheries relevant question?
Segmentation

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply