Post larval fish (Post larvae of fish, বাংলায় রেণু পোনা) বলতে ডিম হতে ফুটে বের হওয়ার পর প্রথম খাদ্য গ্রহণের পরবর্তী ৩-৫ দিন পর্যন্ত বয়সের মাছের পোনাকে বোঝায়।
এ সময় পোনা পানিতে অবস্থিত খাবার গ্রহণ শুরু করে এবং বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। এ অবস্থায় এরা পূর্ণাঙ্গ মাছের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য অর্জন করে।
Post larval fish