সহজ ভাষায় Ovum (বহুবচনে Ova, বাংলায় ডিম্বাণু) হচ্ছে স্ত্রী প্রজনন কোষ।

এই কোষ স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে (ovary, a female gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম থাকে অন্যদিকে ঐ প্রজাতির প্রজনন কোষে (জনন কোষ নামেও পরচিত) এক সেট ক্রোমোজম থাকে। তাই দুই সেট বিশিষ্ট প্রাণীর প্রজনন কোষের ক্রমোজম সংখ্যা ঐ প্রজাতির দেহ কোষের ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে থাকে।



Visited 107 times, 1 visits today | Have any fisheries relevant question?
Ovum

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply