Nares is the plural form of Naris. Naris (plural nares) or nostril is one of the two channels of the nose of higher vertebrates (reptiles, aves and mammals) that functioning to detect smell and also used for breathing.
Fishes and amphibians have no nose. They have only single nostril or one or two pairs of nostrils which are not formed nose. Fish nostril detecting only smell not breathing. On the other hand, amphibians’ nostril is used for smelling and breathing both.

বাংলায়: নাসারন্ধ্রসমূহ (নাসারন্ধ্র এর বহুবচন)
উন্নত মেরুদণ্ডীদের (সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী) নাকের দুটি রন্ধ্রের প্রতিটিকে নাসারন্ধ্র বলে। এদের (সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী) নাসারন্ধ্র একই সাথে গন্ধ শনাক্তকরণ ও শ্বাস-প্রশ্বাস চালানোয় ব্যবহৃত হয়। মাছ ও উভচরদের নাকের পরিবর্তে একটি বা এক থেকে দুইজোড়া নাসারন্ধ্র বর্তমান যা নাক গঠন করে না। মাছের নাসারন্ধ্র কেবলমাত্র গন্ধ শনাক্তকরণে ব্যবহৃত হয়, শ্বাস-প্রশ্বাসে এর কোন ভূমিকা নেই। কিন্তু উভচরদের নাসারন্ধ্র গন্ধ শনাক্তকরণের পাশাপাশি শ্বাস-প্রশ্বাসেও অংশ নেয়।



Visited 121 times, 1 visits today | Have any fisheries relevant question?
Nares

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply