ডিম ফুটে বাচ্চা বের হওয়া থেকে শুরু করে কুসুম থলি নিঃশেষ হওয়া পর্যন্ত মাছের পোনার পর্যায়কে Larval stage of fish (ডিম পোনা দশা) বলে। এক কথায় কুসুম থলি বিশিষ্ট মাছের পোনাই দশাই হচ্ছে Larval stage of fish (ডিম পোনা দশা)। Larval stage of fish “Larval fish”, “sac fry”, “fish larva (বহুবচনে fish larvae) ইত্যাদি নামেও পরিচিত।
এসময়ে ধীরে ধীরে এদের আঁইশ দৃষ্টিগোচর হতে শুরু করে (যেসব মাছের আঁইশ বর্তমান) এবং শেষ পর্যায়ে এরা প্রকৃতি থেকে খাদ্য গ্রহণে সক্ষমতা অর্জন করে এবং পূর্ণাঙ্গ মাছের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য অর্জন করে। তখন তাদেরকে পোনা বা রেণু পোনা বলা হয়।
ডিম পোনার কিছু অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য পরিণত মাছের থেকে আলাদা পরিলক্ষিত হওয়ায় মৎস্যবিজ্ঞানীরা একে মাছের শূক বা লার্ভা (fish larva) হিসেবেও বিবেচনা করে থাকেন।