Integument is the natural outer covering of an animal body. Such as- Skin, Shell, Carapace, Cuticle etc.

Skin founds in fishes and other vertebrates as an integument and consists of mainly epidermis and dermis.

Shell, carapace and cuticle are present in mollusks, crustaceans or turtles and arthropods respectively.

Scales of fishes, fathers of birds, hair of mammals are the most common integumentary derivatives. Integumentary glands present in all vertebrates.

 

 

ত্বক বা বহিরাবরণ

ত্বক বা বহিরাবরণ বলতে প্রাণিদেহের সবচেয়ে বাহিরের প্রাকৃতিক আবরণকে বোঝায়। যথা- চামড়া (Skin), খোলক (Shell), ক্যারাপেজ (Carapace), কিউটিকল (Cuticle) ইত্যাদি।

মাছসহ সকল মেরুদণ্ডীদের ত্বক বা বহিরাবরণ হচ্ছে চামড়া, মোলাস্কা পর্বের প্রাণীদের রয়েছে খোলক, অনেক সন্ধিপদী প্রাণীতে দেখতে পাওয়া যায় ক্যারাপেজ ও/বা কিউটিকল।

মাছের আঁইশ, পাখির পালক এবং স্তন্যপায়ীর লোম/চুল ইত্যাদি ত্বক বা বহিরাবরণ উদ্ভূত গুরুত্বপূর্ণ অঙ্গ। এছাড়াও সকল মেরুদণ্ডীদের বিভিন্ন ধরণের ত্বকোদ্ভূত গ্রন্থি দেখতে পাওয়া যায়।

 

বিস্তারিত : মাছ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ত্বক: কাজ | গঠন ও ত্বকোদ্ভূত অঙ্গ

 

 

 



Visited 102 times, 1 visits today | Have any fisheries relevant question?
Integument

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply