Heterocercal caudal fin (হেটেরোসার্ক্যাল পুচ্ছ পাখনা) এর শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হয়ে একে এমন দুটি অসম খণ্ডে (lobe) বিভক্ত করে যার পৃষ্ঠ খণ্ড (Dorsal বা Epichordal lobe) অঙ্কীয় খণ্ডের (Ventral বা Hypochordal lobe e) চেয়ে বড় হয়ে থাকে। এ ধরণের পুচ্ছ পাখনায় মেরুদণ্ডের শেষ প্রান্ত উপরের দিকে বেঁকে যায় এবং পৃষ্ঠ খণ্ডের জুড়ে অবস্থান করে।

পটকা (Swim bladder) বিহীন, অঙ্কীয় মুখ (Ventral mouth) বিশিষ্ট তলবাসী (Bottom feeder) মাছে এধরণের পুচ্ছ পাখনা দেখতে পাওয়া যায়। আধুনিক এলাসমোব্রাঙ্ক (Elasmobranchs), বিলুপ্ত ডিপনিওন (Dipnoans) এবং জীবিত হোলোস্টিয়ানদের (Holosteans) এ ধরণের পাখনা দেখতে পাওয়া যায়।



Visited 410 times, 1 visits today | Have any fisheries relevant question?
Heterocercal caudal fin

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply