Thin, rounded, smooth-edged and disk like scale is called Cycloid Scale.

  • Found in most of all carps and similar fishes with soft fin rays.
  • Arranged in an overlapping pattern.
  • Consist of a rigid surface layer primarily composed of calcium-based salts and a fibrous inner layer that is mainly made of collagen.
  • Dermally derived, specifically in the mesoderm.
  • Marked with several concentric lines of growth which can be used to determine the age of fish.

 

 

সাইক্লোয়েড আঁইশ:

পাতলা, প্রায় গোলাকার, সমান প্রান্ত বিশিষ্ট ও চাকতি আকৃতির আঁইশকে সাইক্লোয়েড আঁইশ বলা হয়।

  • অধিকাংশ রুই জাতীয় মাছ এবং নরম পাখনা রশ্মি বিশিষ্ট অন্যান্য মাছে এ আঁইশ দেখতে পাওয়া যায়।
  • এ ধরণের আঁইশ অধিক্রমণ ধাঁচে (overlapping pattern) সজ্জিত থাকে।
  • এ আঁইশের নিচের দিকের স্তর তন্তুময় এবং মূলত কোলাজেনে (collagen) গঠিত এবং উপরের দিকের স্তর ক্যালসিয়াম ভিত্তিক লবণে (calcium-based salts) গঠিত।
  • ত্বকের ডার্মাল স্তর (Dermal layer), সুনির্দিষ্টভাবে বললে মেসডার্ম স্তর (mesoderm layer) থেকে এটি উৎপত্তি লাভ করে।
  • একটি কেন্দ্রকে বৃত্তাকারে ঘিরে অবস্থিত একাধিক বৃদ্ধি রেখা দেখতে পাওয়া যায় যা মাছের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়।


Visited 264 times, 1 visits today | Have any fisheries relevant question?
Cycloid Scale

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:         

Leave a Reply