মাছে উপস্থিত এক বা একাধিক সংখ্যক পাখনা যারা হুবহু একই রকম নয় তাদেরকে মধ্যগ পাখনা বলে (বিজোড় পাখনা নামেই অধিক পরিচিত)। যেমন- পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা ইত্যাদি। এই পাখনাগুলো দেহের মাঝ বরাবর অবস্থান করায় এগুলোর এমন নামকরণ করা
Unpaired fin
মাছে উপস্থিত এক বা একাধিক সংখ্যক পাখনা যারা হুবহু একই রকম নয় তাদের বিজোড় পাখনা (বেজোড় পাখনা নামেও পরিচিত) বলা হয়ে থাকে। যেমন- পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা ইত্যাদি। অনেক মাছে দুটি অর্থাৎ এক জোড়া পৃষ্ঠ পাখনা থাকে কিন্তু
Paired fin
মাছে উপস্থিত হুবহু একই ধরণের এক জোড়া পাখনাকে জোড় পাখনা বলে। এজাতীয় পাখনা একে অপরের প্রতিবিম্ব হয়ে থাকে এবং দেহের উভয় পাশে (ডানে ও বামে) একই স্থানে অবস্থান করে। যেমন- বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। বাংলা: জোড় পাখনা
Fin
পাখনা হচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পানিতে চলাচল (যেমন-সাঁতার কাটা) ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। পাখনার অবস্থানের উপর ভিত্তি করে মাছে প্রধানত পাঁচ প্রকারের পাখনা দেখতে পাওয়া যায়। যথা- পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা।
Rigor mortis
Rigor mortis (Latin: Rigor means “stiffness” and Mortis means “of death”) is one of the recognizable signs of death, caused by chemical changes in the muscles after death, causing the limbs of the corpse to stiffen. After death, respiration in
Carrying capacity
Carrying capacity is defined as – The maximum, equilibrium number of organisms of a particular species that can be supported indefinitely in a given environment. The maximum population of a particular organism that a given environment can support without detrimental
Thelyca
Thelyca is a plural form of thelycum. Thelycam is a copulatory organ consisting of modifications of the posterior two, or sometimes three thoracic sternites in female penaeidean shrimps (Such as Asian tiger shrimp, Penaeus monodon) serving as seminal receptacle. It
Thelycum
Thelycum (Plural: thelyca) is a copulatory organ consisting of modifications of the posterior two, or sometimes three thoracic sternites in female penaeidean shrimps (Such as Asian tiger shrimp, Penaeus monodon) serving as seminal receptacle. It looks like an external pocket
Primary Producer
Any green plant or any of various microorganisms that can convert light energy or chemical energy into organic matter. Example- Phytoplankton, Green plant etc. বাংলায়:প্রাথমিক উৎপাদক সূর্যের আলোক শক্তি বা রাসায়নিক শক্তিকে জৈবশক্তিতে রূপান্তরিত করতে সক্ষম যে কোন সবুজ উদ্ভিদ
Rohtee cotio
সিপ্রিনিফর্মিস (Cypriniformes) বর্গের সিপ্রিনিডি (Cyprinidae) গোত্রের ওস্টিওব্রামা (Osteobrama) গণের অন্তর্ভূক্ত ঢেলা (Dhela) মাছের বৈজ্ঞানিক নাম বর্তমান স্বীকৃত নাম Osteobrama cotio cotio যার পূর্ববতী বৈজ্ঞানিক নাম Rohtee cotio। ঢেলা ছাড়াও এই মাছ স্থানীয়ভাবে কেটি, মৌমাছ, চেলা, মোয়া (মোলা নয়) ইত্যাদি নামেও পরিচিত।
Osteobrama cotio cotio
সিপ্রিনিফর্মিস (Cypriniformes) বর্গের সিপ্রিনিডি (Cyprinidae) গোত্রের ওস্টিওব্রামা (Osteobrama) গণের অন্তর্ভূক্ত ঢেলা (Dhela) মাছের বৈজ্ঞানিক নাম Osteobrama cotio cotio। ঢেলা ছাড়াও এই মাছ স্থানীয়ভাবে কেটি, মৌমাছ, চেলা, মোয়া (মোলা নয়) ইত্যাদি নামেও পরিচিত। ঢেলা মাছের মুখ ও ঠোঁট ছোট। স্পর্শী অনুপস্থিত।
Dhela
সিপ্রিনিফর্মিস (Cypriniformes) বর্গের সিপ্রিনিডি (Cyprinidae) গোত্রের ওস্টিওব্রামা (Osteobrama) গণের অন্তর্ভূক্ত Dhela (ঢেলা) মাছের বৈজ্ঞানিক নাম Osteobrama cotio cotio। ঢেলা ছাড়াও এই মাছ স্থানীয়ভাবে কেটি, মৌমাছ, চেলা, মোয়া (মোলা নয়) ইত্যাদি নামেও পরিচিত। ঢেলা মাছের মুখ ও ঠোঁট ছোট। স্পর্শী অনুপস্থিত।
Shoal
Shoal তথা ঝাঁক বলতে একই প্রজাতির অন্তর্ভূক্ত প্রায় অভিন্ন জৈবিক অবস্থা, বয়স ও স্বভাব বিশিষ্ট একদল সন্তরণশীল মাছ বা জলজ প্রাণীকে বোঝায়। যেমন- ইলিশের ঝাঁক, পুঁটিমাছের ঝাঁক ইত্যাদি।