সহজ ভাষায় Ova (একবচনে Ovum, বাংলায় ডিম্বাণু) হচ্ছে স্ত্রী প্রজনন কোষ। এই কোষ স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে (ovary, a female gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম
Ovum
সহজ ভাষায় Ovum (বহুবচনে Ova, বাংলায় ডিম্বাণু) হচ্ছে স্ত্রী প্রজনন কোষ। এই কোষ স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে (ovary, a female gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম
Operculum
অস্থিধারী মাছের গলবিলীয় অঞ্চলে দেহের উভয় পাশে অস্থি নির্মিত একজোড়া গঠন দেখতে পাওয়া যায় যাকে operculum বলে। এটি অপারকল (opercle), প্রিঅপারকল (preopercle), ইন্টারঅপারকল (interopercle) ও সাবঅপারকল (subopercle) নামক চারটি অস্থি নিয়ে গঠিত। অস্থিধারী মাছে প্রতিটি ফুলকার বিপরীতে একটি করে ফুলকাছিদ্র
Osteobrama cotio cotio
সিপ্রিনিফর্মিস (Cypriniformes) বর্গের সিপ্রিনিডি (Cyprinidae) গোত্রের ওস্টিওব্রামা (Osteobrama) গণের অন্তর্ভূক্ত ঢেলা (Dhela) মাছের বৈজ্ঞানিক নাম Osteobrama cotio cotio। ঢেলা ছাড়াও এই মাছ স্থানীয়ভাবে কেটি, মৌমাছ, চেলা, মোয়া (মোলা নয়) ইত্যাদি নামেও পরিচিত। ঢেলা মাছের মুখ ও ঠোঁট ছোট। স্পর্শী অনুপস্থিত।
Osmoregulation
Osmoregulation is a physiological process for regulating the water balance of an organism and maintaining the proper osmotic concentration of the body fluids. Osmoregulation means the control of the water content and the concentration of salts in the body of