Fry

ডিমপোনার কুসুম থলি (yolk-sac) নিঃশেষ হবার পর মাছ যখন সক্রিয়ভাবে খাদ্য গ্রহণ শুরু করে তখন তাকে Fry (পোনা) বলে। বয়স ও আকারের উপর ভিত্তি করে পোনাকে আবার রেণু পোনা, ধানী পোনা ও চারা পোনা বা আঙ্গুলী পোনা ইত্যাদি ভাগে ভাগ

Fingerlings

Fingerlings (আঙ্গুলী পোনা বা চারা পোনা) বলতে মানব আঙ্গুলের সমান আকার বিশিষ্ট মাছের পোনাকে বোঝায়। রুই জাতীয় মাছের ক্ষেত্রে ধানী পোনা পরবর্তী অবস্থা থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত আকারের পোনা Fingerlings (আঙ্গুলী পোনা) হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ দশায় পোনার পাখনা

Fish broods

প্রকৃতিতে (প্রাকৃতিক প্রজননের মাধ্যমে) বা মৎস্য হ্যাচরিতে (প্রণোদিত বা কৃত্রিম প্রজননের মাধ্যমে) এক দফায় উৎপাদিত পোনাকে সম্মিলিতভাবে Fish broods (ফিস ব্রুডস) বলে। Fish broods একবচনে Fish brood (ফিস ব্রুড) হিসেবে ব্যবহৃত হয়।

Finfish hatchery

Finfish hatchery (মৎস্য হ্যাচারি বা ফিস হ্যাচারি) বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে প্রণোদিত বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে বিভিন্ন মাছের রেণুপোনাসহ অন্যান্য পোনা উৎপাদন ও লালন-পালনের প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা রয়েছে। Finfish hatchery  “Fish Hatchery” নামেও পরিচিত। অন্যদিকে চিংড়ির পোনা

Fish hatchery

Fish Hatchery (মৎস্য হ্যাচারি বা ফিস হ্যাচারি) বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে প্রণোদিত বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে বিভিন্ন মাছের রেণুপোনাসহ অন্যান্য পোনা উৎপাদন ও লালন-পালনের প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা রয়েছে।   Fish Hatchery “Finfish hatchery” নামেও পরিচিত। অন্যদিকে চিংড়ির

Fishes

শীতলরক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা জোড়-বিজোড় পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালায় তাদেরকে Fish (মাছ) বলে। তবে অনেক মৎস্যবিজ্ঞানী মাছের কোন একক প্রজাতির একটি সদস্য বা সকল সদস্যকে Fish বলে অভিহৃত করে থাকেন  অন্যদিকে মাছের একাধিক

Fisheries Science

জীববিজ্ঞানের যে ফলিত শাখায় মাছ ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন অন্যান্য জলজ প্রাণীর জীবতত্ত্ব, বাস্তুতন্ত্র, আহরণ, চাষ, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়াদি নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা (পাঠ ও গবেষণা) করা হয় তাকে Fisheries Science (সংক্ষেপে Fisheries, বাংলায় মৎস্যবিজ্ঞান বা মাৎস্যবিজ্ঞান) বলে।

Fin

পাখনা হচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পানিতে চলাচল (যেমন-সাঁতার কাটা) ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। পাখনার অবস্থানের উপর ভিত্তি করে মাছে প্রধানত পাঁচ প্রকারের পাখনা দেখতে পাওয়া যায়। যথা- পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা।

Fungal disease

Fungal disease বা ফাংঙ্গাল রোগ বা ছত্রাকজনিত রোগ বলতে ছত্রাকের আক্রমণে সংঘটিত রোগকে বোঝায়। মাছ বিশেষত চিংড়ি স্যাপ্রোলিগনিয়া (Saprolegnia) নামক ছত্রাকদ্বারা সহজেই আক্রান্ত হয়ে থাকে। এর ফলে ফুলকায় বিন্দু বিন্দু দাগ দেখতে পাওয়া যায়। এক সময় খোলস নষ্ট হয়ে য়ায়।