মেরুদণ্ডী প্রাণীদের ত্বক তথা চামড়ার এপিডার্মিস নামক বহিঃত্বকের নীচে অবস্থিত পুরু, নমনীয় ও স্থিতিস্থাপক কোষীয় স্তরটিই হচ্ছে ডার্মিস (Dermis বা Corium) যা ভ্রূণীয় মেসোডার্ম (Mesoderm) থেকে উৎপত্তি লাভ করে এবং তন্তুময় যোজক কলা (Fibrous connective tissue) নির্মিত। এ স্তরে রক্ত
বহিত্বক
বহিত্বক (Epidermis) হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদেহের ত্বকের (অর্থাৎ চামড়ার) সবচেয়ে বাহিরের প্রান্ত বা অংশ যা একাধিক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম (Epithelium) কোষ নিয়ে গঠিত এবং ভ্রূণীয় এক্টোডার্ম (Ectoderm) থেকে উৎপন্ন। বহিত্বকের প্রধান স্তর দুটি যথা- সবচেয়ে ভিতরের স্তরটি হচ্ছে স্ট্রাটাম জার্মিনেটিভাম (Stratum
বহিঃত্বক
বহিঃত্বক (Epidermis) হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদেহের ত্বকের (অর্থাৎ চামড়ার) সবচেয়ে বাহিরের প্রান্ত বা অংশ যা একাধিক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম (Epithelium) কোষ নিয়ে গঠিত এবং ভ্রূণীয় এক্টোডার্ম (Ectoderm) থেকে উৎপন্ন। বহিঃত্বকের প্রধান স্তর দুটি যথা- সবচেয়ে ভিতরের স্তরটি হচ্ছে স্ট্রাটাম জার্মিনেটিভাম (Stratum
শীতল রক্ত বিশিষ্ট প্রাণী
যাদের দেহের তাপমাত্রা শরীরবৃত্তীয়ভাবে (physiologically) নিয়ন্ত্রিত না হয়ে বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদেরকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে। বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বিধায় এদের দেহের তাপমাত্রা সুনির্দিষ্ট থাকে না। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বাড়ে
বিনোদনমূলক মাছ শিকার
নির্মল আনন্দ লাভের উদ্দেশ্যে মাছ ধরা বা শিকার করাই হচ্ছে বিনোদনমূলক মাছ শিকার (বিনোদনমূলক মাছ ধরাও বলা হয়)। এটি হতে পারে কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে শৌখিন মাছ শিকার অথবা হতে পারে মাছ ধরার কোন প্রতিযোগিতায় বা খেলায় জয়লাভের মাধ্যমে আনন্দ প্রাপ্তি।
বিনোদনমূলক মাছ ধরা
নির্মল আনন্দ লাভের উদ্দেশ্যে মাছ ধরা বা শিকার করাই হচ্ছে বিনোদনমূলক মাছ ধরা (বিনোদনমূলক মাছ শিকারও বলা হয়)। এটি হতে পারে কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে শৌখিন মাছ শিকার অথবা হতে পারে মাছ ধরার কোন প্রতিযোগিতায় বা খেলায় জয়লাভের মাধ্যমে আনন্দ প্রাপ্তি।
সিলোমাটা
সিলোমেটস প্রাণীদের দলকে সিলোমাটা (coelomata) বলা হয়। যেসব প্রাণীদের দেহ প্রাচীরের সবচেয়ে ভেতরের আবরণী (parietal peritoneum) এবং পৌষ্টিকনালি ও অন্যান্য অঙ্গের (যকৃত, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি) সবচেয়ে বাহিরের আবরণীর (visceral peritoneum) মধ্যবর্তী গহ্বর তরলে পূর্ণ থাকে তাদেরকে সিলোমেটস (coelomates) (একবচনে- সিলোমেট
সিউডোসিলোমাটা
সিউডোসিলোমেটস প্রাণীরা যে দলের অন্তর্ভূক্ত তাকে সিউডোসিলোমাটা (pseudocoelomata) বল হয়। যেসব প্রাণীদের তরলে পূর্ণ দেহগহ্বরে মেসোডার্ম উদ্ভূত আবরণী (peritoneum) অনুপস্থিত থাকে সেসব প্রাণীদের সিউডোসিলোমেটস (pseudocoelomates) (একবচনে- সিউডোসিলোমেট (pseudocoelomate)) বলে। আর এধরণের সিলোম অপ্রকৃত সিলোম বা অপ্রকৃত দেহগহ্বর (pseudocoelom) নামে পরিচিত।
সিউডোসিলোমেটস
যেসব প্রাণীদের তরলে পূর্ণ দেহগহ্বরে মেসোডার্ম উদ্ভূত আবরণী (peritoneum) অনুপস্থিত থাকে সেসব প্রাণীদের সিউডোসিলোমেটস (pseudocoelomates) (একবচনে- সিউডোসিলোমেট (pseudocoelomate)) বলে। আর এধরণের সিলোম অপ্রকৃত সিলোম বা অপ্রকৃত দেহগহ্বর (pseudocoelom) নামে পরিচিত। অন্যদিকে সিউডোসিলোমেটস প্রাণীরা যে দলের অন্তর্ভূক্ত তাকে সিউডোসিলোমাটা (pseudocoelomata) বল
সিলোমেটস
যেসব প্রাণীদের দেহ প্রাচীরের সবচেয়ে ভেতরের আবরণী (parietal peritoneum) এবং পৌষ্টিকনালি ও অন্যান্য অঙ্গের (যকৃত, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি) সবচেয়ে বাহিরের আবরণীর (visceral peritoneum) মধ্যবর্তী গহ্বর তরলে পূর্ণ থাকে তাদেরকে সিলোমেটস (coelomates) (একবচনে- সিলোমেট (coelomate)) বলে। আর এ জাতীয় দেহ গহ্বরকে
টিউনিকেটস
কর্ডাটা পর্বের অন্তর্গত টিউনিকেটা (Tunicata) উপপর্বের প্রাণীদের বলা হয় টিউনিকেটস (Tunicates) (একবচনে- নিউনিকেট (Tunicate))। এ উপপর্বকে ইউরোকর্ডাটা (Urochordata) আর এর প্রাণীদের ইউরোকর্ডেটস (Urochorsates) (একবচনে- ইউরোকর্ডেট (Urochordate)) নামেও ডাকা হয়। টিউনিকেটস বা ইউরোকর্ডেটস’দের নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়- লার্ভা (larva) ট্যাডপোল
টিউনিকেটা
টিউনিকেটা (Tunicata) হচ্ছে কর্ডাটা পর্বের একটি উপপর্ব। এ উপপর্বের প্রাণীদের বলা হয় টিউনিকেটস (Tunicates) (একবচনে- টিউনিকেট (Tunicate))। এ উপপর্বকে ইউরোকর্ডাটা (Urochordata) আর এর প্রাণীদের ইউরোকর্ডেটস (Urochorsates) (একবচনে- ইউরোকর্ডেট (Urochordate))নামেও ডাকা হয়। টিউনিকেটস বা ইউরোকর্ডেটস’দের নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়- লার্ভা
সিউডোসিল
যখন কোন প্রাণীর তরলে পূর্ণ দেহগহ্বরে মেসোডার্ম উদ্ভূত আবরণী (peritoneum) অনুপস্থিত থাকে তখন তাকে সিউডোসিল (pseudocoel) বলে। এটি অপ্রকৃত সিলোম বা অপ্রকৃত দেহগহ্বর (pseudocoelom) নামেও পরিচিত। অপ্রকৃত দেহগহ্বর বা সিলোম বিশিষ্ট প্রাণীকে সিউডোসিলোমেট (pseudocoelomate), প্রাণিদেরকে সিউডোসিলোমেটস (pseudocoelomates) এবং প্রাণীর দলকে