Mature fish which is used for the production of eggs or sperm for breeding purposes in fish hatcheries. Eggs or sperm producing mature fish in natural water-body like river is also known as broodfish.
- Female brood-fish are also called as spawner.
- English word Brood means offspring produced or hatched at one time and fish means a cold-blooded aquatic vertebrates with gills and fins.
ব্রুডফিশ:
মৎস্য হ্যাচারিতে প্রজননের উদ্দেশ্যে ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনে ব্যবহৃত পরিপক্ক মাছকে ব্রুডফিশ বলা হয়। প্রাকৃতিক পরিবেশে (যেমন-নদী) ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনে সক্ষম পরিপক্ক মাছকেও অনেক সময় ব্রুডফিশ বলা হয়ে থাকে।
- ইংরেজি শব্দ Brood অর্থ একক সময়ে উৎপাদিত শাবকদল এবং Fish অর্থ শীতল-রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যাদের ফুলকা ও পাখনা বর্তমান।
Broodfish