Birds that live (feeding, breeding, staying) on or around water (aquatic environment) are known aquatic birds. On the other hand, birds that depend on aquatic environment to complete their life-cycle are called aquatic birds.

They are developed and adapted to wade, swim, dive, feed and breed in aquatic environment. These adaptations include webbed feet and long bills legs. All adaptations vary on their habitat.

Penguin, Albatross, Flamingo are the world famous aquatic Birds. Some common aquatic birds are ducks, swans, herons, storks, waders, water hens, sea birds etc. Water kingfishers, River kingfishers are also recognized as aquatic birds.

 

জলচর পাখি
যেসব পাখির জীবনচক্র সম্পন্ন করার জন্য জলজ পরিবেশ আবশ্যক তাদের জলচর পাখি বলে। অর্থাৎ এরা জীবনধারণের (খাদ্য গ্রহণ, প্রজনন, অবস্থান) জন্য জলজ পারিবেশের উপর নির্ভরশীল। তবে এরা সবসময় জল কাটায় তা নয়। এদের জীবনের অনেক সময়ই ভূমিতে, গাছের ডালে বা আকাশে উড়ে উড়ে কেটে যায়।

জলচর পাখির শারীরিক এবং আচরণ সংশ্লিষ্ট বিষয়াদি যেমন জলজ পরিবেশে হাঁটা, সাতার কাটা, ডুব দেয়া, খাদ্য গ্রহণ, অন্তরঙ্গ সময় কাটানো ইত্যাদির জন্য এদের বিভিন্ন অঙ্গ বিশেষভাবে অভিযোজিত। যেমন লম্বা পা ও চঞ্চু, পর্দা বিশিষ্ট আঙ্গুল ইত্যাদি।

পৃথিবীর বিখ্যাত জলচর পাখির মধ্যে রয়েছে পেঙ্গুইন, আলবাট্রস, ফ্লেমিঙ্গো ইত্যাদি। বাংলাদেশের বিখ্যাত জলচর পাখির মধ্যে রয়েছে ডাহুক, পানকৌড়ি, পানিকাটা, শামুকখোল, কাস্তেচরা, চামচঠুঁটি, মানিকজোড় ইত্যাদি। এছাড়াও হাঁস, রাজহাঁস, বক, সারস এমনকি গাঙ চিল ও মাছরাঙ্গাও জলচর পাখির উল্লেখযোগ্য উদাহরণ।



Visited 137 times, 1 visits today | Have any fisheries relevant question?
Aquatic birds

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply