অনেক মাছে জলজ শ্বসন অঙ্গ ফুলকা ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণে সক্ষম এমন অঙ্গ দেখতে পাওয়া যায় যাকে অতিরিক্ত শ্বসন অঙ্গ (Accessory respiratory organ) বলে। যেমন- ইল জাতীয় মাছ Anguilla anguilla এর ত্বক, টাকি মাছের ফ্যারেঞ্জিয়াল ডাইভারটিকুলা (Pharyngeal diverticula), শিং মাছের বায়ু থলি (Tubular air sac), মাগুর মাছের আরবোরিসেন্ট অঙ্গ (Arborescent organ), কই মাছের ল্যাবিরিন্থিন অঙ্গ (Labyrinthine organ) ইত্যাদি।

এই অঙ্গ যেহেতু বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম তাই একে বায়ুশ্বাসী অঙ্গও (Air breathing organ) বলা হয়।

যেসব মাছে বায়ুশ্বাসী অঙ্গ তথা অতিরিক্ত শ্বসন অঙ্গ ধারণ করে তাকে বায়ুশ্বাসী মাছ (Air breathing fish) বলা হয়।

 

 

Accessory respiratory organ:

An organ that allows some fishes (air breathing fishes) to takes oxygen directly from the air. Such as skin of Anguilla anguilla, pharyngeal diverticula of snakeheads, tubular air sac and arborescent organ of some catfishes, labyrinthine organ of climbing perch, lung of lungfishes etc.

It is also known as air breathing organ due to extract oxygen from the air.

A fish which bears accessory respiratory organ is well known as air breathing fish. Such type of fishes have gill as a main respiratory organ to take dissolved oxygen from water.

 

 

 



Visited 3,555 times, 1 visits today | Have any fisheries relevant question?
অতিরিক্ত শ্বসন অঙ্গ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply