প্রাণীদেহের ত্বকের নীচে অবস্থিত অনেকগুলো খাত (Canal) ও গর্ত (Pits) নিয়ে পার্শ্বরেখা অঙ্গ গঠিত। খাতগুলো ত্বকীয় ছিদ্রের মাধ্যমে বাহিরের পরিবেশে উন্মুক্ত। যেসব মাছে আঁইশ উপস্থিত সেসব মাছের পার্শ্বরেখা অঙ্গের উপরস্থ ত্বকের পাশাপাশি আঁইশও ছিদ্রযুক্ত। এই ত্বকে (আঁইশ বিহীন মাছের ক্ষেত্রে) বা আঁইশে (আঁইশ বিশিষ্ট মাছের ক্ষেত্রে) উপস্থিত ছিদ্রগুলোই মূলত বাহির থেকে দৃষ্টিগোচর হয় যা পার্শ্বরেখা নামে বিবেচিত। খাতে নিউরোমাস্ট (Neuromast) নামক অনেকগুলো সংবেদগ্রাহী কোষ অবস্থিত যা পানিতে দূরবর্তী কোন প্রাণী বা বস্তুর চলাচলের ফলে সৃষ্ট কম্পাঙ্ক সনাক্ত করতে সক্ষম। পার্শ্বরেখা অঙ্গ ও পার্শ্বরেখা নিয়ে গঠিত হয় পার্শ্বরেখা তন্ত্র।
বাংলা: পার্শ্বরেখা অঙ্গ
Lateral line organ