অস্থি বিশিষ্ট মাছের লার্ভা (larva) এবং সরীসৃপ ও পাখির ভ্রূণের পরিপাক নালীর থলি সদৃশ বর্ধিত অংশ যা কুসুম ধারণ করে তাকে কুসুম থলি বলে। কুসুম থলি মাছের অপত্যের অঙ্কীয়দেশে অবস্থান করে যা দেহের বাহির থেকেই দৃশ্যমান।
ডিম ফুটে বাচ্চা বের হবার পর থেকে শুরু করে প্রকৃতি থেকে খাদ্য গ্রহণে সক্ষমতা অর্জনের পূর্ব পর্যন্ত মাছের লার্ভা কুসুম থলিতে প্রাপ্ত কুসুম থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে।
কুসুম ও কুসুম থলি নিঃশেষ হবার সাথে সাথে মাছের অপত্যের মুখ, পরিপাক নালি, পায়ু ইত্যাদি কর্মক্ষমতা অর্জন করে এবং প্রকৃতি থেকে খাবার গ্রহণ শুরু করে।
কুসুম থলি বিশিষ্ট মাছের লার্ভা ডিম পোনা বা স্যাক ফ্রাই (sac fry) নামে অধিক পরিচিত। অর্থাৎ ডিম ফুটে বাচ্চা বের হবার পর থেকে শুরু করে প্রকৃতি থেকে খাদ্য গ্রহণে সক্ষমতা অর্জনের পূর্ব পর্যন্ত মাছের লার্ভাকে স্যাক ফ্রাই নামে ডাকা হয়ে থাকে।
উন্নত স্তন্যপায়ীদের ভ্রূণেও কুসুম থলি সদৃশ থলি দেখতে পাওয়া যায় যা কুসুম বিহীন হয়ে থাকে। এদের ভ্রূণ প্লাসেন্টার (Placenta) মাধ্যমে সরাসরি মায়ের কাছ থেকে পুষ্টি উপাদান পেয়ে বৃদ্ধি পেতে থাকে।
Yolk sac:
A sac (bag or pouch) like membranous extension of the gut containing nutritive materials (yolk) found in the larvae of bony fishes and the embryos of reptiles, birds and primitive mammals. It is situated at the ventral side of sac fry and visible externally. After hatching from the egg, the fish larvae receive necessary nutrient from the yolk of this sac until to start feeding from the nature. At the end of yolk as well as yolk sac absorption, the mouth, gut and anus has formed completely and fry to start feeding in nature.
Yolk sac is also known as yolk bag.
A yolk sac bearing fish fry is called sac fry.
In the early stage of the embryos of a modern mammalian species have a sac lacking yolk also called yolk sac.