Noun (বিশেষ্য) হিসেবে:
জলজ প্রাণী কর্তৃক জলজ পরিবেশে ত্যাগকৃত বা জমাকৃত ডিম্বাণু (ova, একবচনে ovum) বা শুক্রাণুকে (sperms, একবচনে sperm) Spawn (স্পন) বলে।

Verb (ক্রিয়াপদ) হিসেবে:
জলজ প্রাণী কর্তৃক জলজ পরিবেশে ডিম্বাণু (ova, একবচনে ovum) বা শুক্রাণু (sperms, একবচনে sperm) ত্যাগ করাকে Spawn (স্পন) বলে।

জলজ স্তন্যপায়ী ও স্বরীসৃপ ছাড়া অন্যান্য বেশিরভাগ জলজ প্রাণী (যেমন মাছ, উভচর, ক্রাশটেশিয়ানস (crustaceans), মোলাকস (molluscs), একইনোডার্মস (echinoderms ), জলজ পতঙ্গ (aquatic insects), প্রবাল (corals)) এ প্রক্রিয়ার প্রজনন করে থাকে। এ প্রক্রিয়ায় পরিবেশে আগত অসংখ্য ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে সামান্যই পরস্পরের সাথে মিলিত হয়ে জাইগোট (zygote) উৎপন্ন করে এবং ভ্রুণীয় পরিস্ফুটনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে জাইগোট অপত্যে পরিণত হয়।



Visited 364 times, 1 visits today | Have any fisheries relevant question?
Spawn

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply