সহজ ভাষায় Sperms (এববচনে Sperm এবং বাংলায় শুক্রাণু) হচ্ছে পুরুষ প্রজনন কোষ (পুরুষ জনন কোষ বা পুং জনন কোষ)।
এই কোষ পুরুষ প্রাণীর শুক্রাশয় বা অণ্ডকোষে (testis, a male gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম থাকে অন্যদিকে ঐ প্রজাতির প্রজনন কোষে (জনন কোষ নামেও পরচিত) এক সেট ক্রোমোজম থাকে। তাই দুই সেট বিশিষ্ট প্রাণীর প্রজনন কোষের ক্রমোজম সংখ্যা ঐ প্রজাতির দেহ কোষের ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে থাকে।
Sperms