হ্যাপ্লয়েড বলতে বোঝায় ডিপ্লয়েড ও পলিপ্লয়েড জীবের দেহকোষে প্রাপ্ত মোট ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক অনন্য (unique) ক্রোমোজোম বিশিষ্ট। এটি “n” দ্বারা প্রকাশ করা হয়।

জীবের পুরুষ বা স্ত্রী জননকোষ হ্যাপ্লয়েড হয়ে থাকে। এছাড়াও সকল ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া পর্বের অধিকাংশ প্রাণীদের জীবনের অধিকাংশ সময়কাল জুড়েই হ্যাপ্লয়েড অবস্থা দেখতে পাওয়া যায়। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি ও পিপড়া জন্মায় বিধায় এরাও হ্যপ্লয়েড হয়ে থাকে।

ডিপ্লয়েড জীবের জনন কোষের (পুরুষ বা স্ত্রী) নিউক্লিয়াস এক সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে যা ঐ জীবের হ্যাপ্লয়েড অবস্থা তথা হ্যাপ্লয়ডি (Haploidy)। যেমন রুই মাছের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা ২৫ জোড়া যার প্রতিটি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে এক সেট ক্রোমোজোম গঠিত হয় এবং প্রতিটি জোড়া থেকে অপর ক্রমোজোমটি নিয়ে অপর এক সেট ক্রোমোজোম গঠিত হয়।

অন্যভাবে বলা যায় ডিপ্লয়েড জীবের দেহকোষ যে দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে তার এক সেট আসে মায়ের জনন কোষ থেকে থেকে অন্য সেটটি আসে বাবার জনন কোষ থেকে।

 

Haploid:
Haploid means having half of the total number of unique chromosomes in a somatic cell of diploid and polyploid organism. It is symbolized by “n”.

All male and female gamete (also known reproductive cell, germinal cell, sex cell) of diploid and polyploid organism are haploid. More over bacteria are all haploid organism, protozoans are haploid most of their lifetime, most fungi and algae are haploid during the principal stage of their lifecycle.  Male bees, wasps, and ants are haploid organisms because of the way they develop from unfertilized, haploid egg cells.

In diploid organism, after meiosis, two sets of chromosomes in gametes are divided into two single set. That is the haploidy or haploid condition of reproductive cell in diploid organism. As a result single set of chromosomes is found in male or female gamete  of all diploid organisms. Such as, the chromosome number of somatic cell of Labeo rohita is 25 pairs that is diploid, where as the chromosome number of a male or female gamete of this fish is 25 that is haploid of somatic cell.



Visited 2,035 times, 1 visits today | Have any fisheries relevant question?
হ্যাপ্লয়েড

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply