ডিমপাড়া প্রাণীদের (যেমন – মাছ, উভচর, সরীসৃপ, পাখি, মনোট্রিমস (Monotremes) দলের স্তন্যপায়ী) ডিম ফুটে বের হওয়া সদ্যজাত বাচ্চাকে হ্যাচলিং (Hatchling) বলে।
এসময় মাছের বাচ্চা তথা পোনার গলবিলীয় অঞ্চলের অঙ্কীয় দিকে কুসুম থলি উপস্থিত থাকায় এদেরকে ডিম পোনাও (Sac fry বা Yolk fry) বলা হয়ে থাকে। ডিম পোনার কিছু অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য পরিণত মাছের থেকে আলাদা পরিলক্ষিত হওয়ায় অনেক মৎস্যবিজ্ঞানী ডিম পোনাকে মাছের শূককীট বা লার্ভা (Fish larva, বহুবচনে Fish larvae) হিসেবে বর্ণনা করে থাকেন আর এই দশাকে মাছের শূককীট দশা (Larval stage) বলা হয়।
হ্যাচলিং