অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের (অর্থাৎ চামড়ার) ডার্মিস (dermis) স্তরের নীচে আরও একটি চর্বিময় স্তর দেখতে পাওয়া যায় যা হাইপোডার্ম (Hypoderm) নামে নামে পরিচিত। এ স্তর হাইপোডার্মিস (hypodermis), সাবকিউটেনিয়াস কলা (subcutaneous tissue), সাবকিউটেনিয়াস স্তর (subcutaneous layer), সাবকিউটিস (subcutis), সুপারফিশিয়াল ফ্যাসিয়া (superficial fascia) নামেও পরিচিত।

ভ্রূণীয় মেসোডার্ম (Mesoderm) থেকে উৎপত্তি হওয়া এই স্তরটি অ্যারিওলার কলা (Areolar tissue) ও এডিপোস কলা (Adipose tissue) নির্মিত।

 
Hypoderm:
Hypoderm (also known hypodermis, subcutaneous tissue, subcutaneous layer, subcutis, or superficial fascia) is the lowermost layer of skin as well as integumentary system in most of all vertebrates.

It is derived from the mesoderm and composed of areolar and adipose tissue.



Visited 128 times, 1 visits today | Have any fisheries relevant question?
হাইপোডার্ম

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply