যেসব প্রাণীদের তরলে পূর্ণ দেহগহ্বরে মেসোডার্ম উদ্ভূত আবরণী (peritoneum) অনুপস্থিত থাকে সেসব প্রাণীদের সিউডোসিলোমেটস (pseudocoelomates) (একবচনে- সিউডোসিলোমেট (pseudocoelomate)) বলে। আর এধরণের সিলোম অপ্রকৃত সিলোম বা অপ্রকৃত দেহগহ্বর (pseudocoelom) নামে পরিচিত।

অন্যদিকে সিউডোসিলোমেটস প্রাণীরা যে দলের অন্তর্ভূক্ত তাকে সিউডোসিলোমাটা (pseudocoelomata) বল হয়।

সিউডোসিলোমেটস এর উদাহরণ: নিমাটোডা (Nematoda), রটিফেরা (Rotifera) পর্বসহ অন্যান্য প্রাথমিক অমেরুদণ্ডী (primitive invertebrates) প্রাণীদের মধ্যে তে অপ্রকৃত দেহগহ্বর দেখতে পাওয়া যায়। অর্থাৎ এদের তরলে পূর্ণ দেহগহ্বর থাকে কিন্তু সে গহ্বরে পেরিটোনিয়াম (peritoneum) নামক মেসোডার্ম উদ্ভূত আবরণী থাকে না।

 

 

Pseudocoelomates:
Pseudocoelomates (singular- pseudocoelomate) mean animals having fluid filled body cavity which is lacking of peritoneum (mesodermal membrane).

Coelom lacking of peritoneum is called pseudocoelom (also known as pseudocoel).

On the other hand, Pseudocoelomata is the name of group that includes Pseudocoelomates.

Example of pseudocoelomates: animals of the phylum Nematoda and Rotifera and some others primitive invertebrates that have pseudocoelom.



Visited 2,700 times, 1 visits today | Have any fisheries relevant question?
সিউডোসিলোমেটস

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply