সহজ ভাষায় শুক্রাণু (বহুবচনে Sperms এবং এববচনে Sperm) হচ্ছে পুরুষ প্রজনন কোষ। পুরুষ প্রজনন কোষ “পুরুষ জনন কোষ” বা “পুং জনন কোষ” নামেও পরচিত।

এই কোষ পুরুষ প্রাণীর শুক্রাশয় বা অণ্ডকোষে (testis, a male gonad) উৎপন্ন হয় এবং এর ক্রোমোজম সংখ্যা সবসময়ই হ্যাপ্লয়েড (Haploid) হয়ে থাকে অর্থাৎ সাধারণত কোন একটি প্রজাতির দেহকোষে দুই সেট ক্রোমোজম থাকে অন্যদিকে ঐ প্রজাতির প্রজনন কোষে (জনন কোষ নামেও পরচিত) এক সেট ক্রোমোজম থাকে। তাই দুই সেট বিশিষ্ট প্রাণীর প্রজনন কোষের ক্রমোজম সংখ্যা ঐ প্রজাতির দেহ কোষের ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে থাকে।



Visited 233 times, 1 visits today | Have any fisheries relevant question?
শুক্রাণু

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply