মারা যাওয়ার পর ধীরে ধীরে মাছের পেশী স্থিতিস্থাপক বৈশিষ্ট্য হারিয়ে শক্ত ও কঠিন হতে শুরু করে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এ অবস্থায় থাকে। এসময় পেশীকে সংকুচিত করা যায়না। এ অবস্থাকেই রাইগর মর্টিস (Rigor mortis) বা রাইগর অবস্থা (In Rigor) বলে।
English: Rigor mortis
রাইগর মর্টিস