পোনা উৎপাদনের উদ্দেশ্যে নিবিড় পর্যবেক্ষণে লালন-পালনকৃত প্রজননক্ষম মাছের (Broodfish) জনতাকে (population) ব্রুডস্টক (Broodstock) বলে।
অন্যকথায়, পোনার পরিমাণগত (সংখ্যা) ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে পুকুরে প্রয়োজনমত সম্পূরক খাদ্য প্রয়োগসহ নিবিড় পর্যবেক্ষণে লালন-পালনকৃত প্রজননক্ষম মাছের মজুদকে ব্রুডস্টক (Broodstock) বলে।
ব্রুডস্টক