আণুবীক্ষণিক জলজ জীব যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে অসমর্থ তারাই প্লাঙ্কটন (Plankton) ।

প্রধানত দুই ধরণের। যথা- ফাইটোপ্লাঙ্কটন (Phytoplankton): এরা উদ্ভিদ জাতীয় প্লাঙ্কটন (উদাহরণ- ডায়াটমস, সায়ানোব্যাকটেরিয়া, ডায়ানোফ্লাজিলেট ইত্যাদি) এবং জুপ্লাঙ্কটন (Zooplankton): এরা প্রাণী জাতীয় প্লাঙ্কটন (উদাহরণ- আণুবীক্ষণিক প্রোটোজোয়ানস, ক্রাস্টেসিয়ানস, বৃহৎ আকারের প্রাণীর ডিম ও লার্ভা ইত্যাদি)।

 

 

Plankton:

Plankton are a microscopic aquatic organisms that incapable of swimming against a current.

Plankton are mainly two types such as Phytoplankton that means plant like plankton (i.e. diatoms, cyanobacteria, dinoflagellates and coccolithophores) and Zooplankton that means animal like plankton (i.e. microscopic protozoans, crustaceans, eggs as well as larvae of larger crustaceans, annelids, fishes etc.).

On the other hand, plankton are grouped on the bases of size such as Femtoplankton (< 0.2 µm), Picoplankton (0.2 – 2 µm), Nanoplankton (2 – 20 µm), Microplankton (20 – 200 µm), Mesoplankton (0.2 – 2 mm), Macroplankton (2 – 20 mm) and Megaplankton (> 20 mm).

 

 



Visited 1,464 times, 1 visits today | Have any fisheries relevant question?
প্লাঙ্কটন

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply